আষাঢ়ে আশার ঢলে বারিধারা তারি
মাঠ ঘাট কৃষকের আগমনে ভারি।
লাঙলের ফলা চলে গরু গোল গোল
বারি তারি বর্ষণে আজি কল্লোল।


কিশলয় দলে দলে প্রাণ আজি জাগে
অপরূপ রূপ রঙ-এ চারিধার সাজে।
শিশু কচি মেতে ওঠে ভরা জলাশয়
ভেক ডাকে জলে তারি পথ কাদাময়।


কাগজের পাল তোলা নৌকাতে শৈশব
রঙে মাতি কোলাহলে শিশু তারি কলোরব।
আষাঢ়েতে মধু মাসে কাঁঠালের মৌ মৌ
সৌরভে ঘর ঘ্রাণে-বড়া তারি রাঁধে বৌ।


আষাঢ়েতে প্রাণ ধারা অঝোরেতে ঝরে
প্রাণ পায় বসুধরা প্রভু তারি বরে।