বসি তবু মন যদি
            এসে যায় কবিতায়
শালিনীর পিছে কি বা
            তুলি তার পিছে ধায়!


হায়! অভাগায় যদি ধায়
            সাগরের তল খোঁজে
শুক শারি হয় ভারি
            লাজে সবে আঁখি মুদে।


গতরেতে বল হলি
             হালি হালি ডালি মেলা
সবলেতে কেড়ে নিতে
             নাই বাঁধা তারি বেলা।


এইবেলা, হেলাফেলা!
              শম্বুকে নাড়ি চলে
দেখে শুঁকে দূরে ফেলে
               লাফ দিয়ে যায় গলে।


শুকনা ও জিরজিরে
                পালে নাই জোর জারি
ঝাল টাল কিছু নাই
                 আধা পাকা তরকারী।


তরকা ও তন্দুরে
                 আভি রুচি খানা হ্যায়
রুখা শুখা রুটি গুড়!
                  আভি খানা মানা হ্যায়।