Sanjay Karmakar
badge icon
Founding Members
  · 10 mins  ·
যুগল আধ্যাত্মিক লেখা, "অভিলাষা"
.
"আসাদউজ্জামান খান"
.
পরকালে আমরা যে দিন
একা যাব চলে
এই দুনিয়ার কারো কাছে
যাবো না তো বলে।
.
পাবো না তো একটু সময়
কারো কাছে বলার
উপর থাকে ডাক আসবে যে
খুব দ্রুত চলার।
.
দেবে নাতো একটু সময়
জগৎ দেখে যাওয়ার
পাবো নাতো কোনো সময়
দু'চোখ মেলে চাওয়ার।
.
কোন সময়ে আসবে সে ডাক
বলতে নাহি পারি
এই দুনিয়া ছেড়ে হটাৎ
দিতে হবে পাড়ি!
.
ডাক এলে যেতে হবে
পরকালের বাড়ি
মায়ার বাঁধন আদর স্নেহ
যেতে হবে ছাড়ি।
.
"সঞ্জয় কর্মকার"
.
আমি তো দা মৃতই ভাবি মৃতের দেশেই বাস
নাইতো ডরাই শেষ সে দিনের সাত সে কাহন খাস।
শোক পরিতাপ লোভ ও রতির নাইকো অভিলাষ
সে জ্ঞান বুকে বল সে মম নইকো কাহার দাস।
শাশ্বত কালের স্রোতের ধারা বইছে অবিরল
পল সে ক্ষাণিক তাহার মাঝে কান্না হাসির রোল।
তাই কাঁদি নে দুঃখে যেমন উল্লসিত ও নয়
নাই কো জীবন নাইকো মরণ নাইকো আমার ক্ষয়।
.
নিয়তির ওই নিয়ত সদাই ক্ষুন্ন যে হয় হেথা
স্রোতের ধারায় জীবন যে মোর, কাল;
হার মেনেছে তথা।