(সকালে বেড়িয়ে এক্ষুনি ফিরলাম। কারও লেখা পাঠ করতে পারি নাই তাই আজ আর কোনও প্রকাশ দিলাম না।)


কি লিখি আজ, পরে বাজ; মাথায়!
পেটের টানেতে বাহির শহর;
নাহি ছিনু কাব্য
গাথায়।


সংযোযনাঃ তবুও কিছু লিখে ফেললাম প্রিয় কবি আর প্রকাশ দিয়েই দিলাম।


"ভাষার তরে"


জাতির সেরা বঙ্গ ভূমি সেলাম তোমার পণ
সালাম রফিক জাব্বারের ঐ ধন্য
অবদান।
নই তো কৃপণ হৃদয় মোদের সর্ব ভাষা পূজি
তাহার মাঝে মানিক রতন বাংলাতে
প্রাণ যুঝি।
স্নিগ্ধ মধুর প্রশান্তির ওই বায় দখিনায় বয়
ভায়ের মায়ের স্নেহের বাঁধন বাংলায়
নাই ক্ষয়।
হৃদ সাগরের তুফান তরী জীবন রাখি বাজি
মরতে হলে মরবো রে মা ভাষার
তরে আজি।


ধন্যবাদ ও শুভকামনা।