Sanjay Karmakar
toJcSuipisnoiant sonorewgdu  ·
দেশাত্মবোধক লেখা,"ব্যথা"

আজ যে আমার নয়ন জলে সবাই যখন ঘোর-এ
উল্লাসেতে মাতিয়ে ধরা; ব্যথাই আমার দোরে।
কোথায় গেল সোনার মানিক যুদ্ধ যাহার পণ
স্মৃতির পাতায় আজ যে আঘাত-তাহার অবদান।
অশ্বারোহী সরল ঋজু শৌর্য তাকত সান
আজ বেলাতে হারবো না আজ; গাইবো তার ঐ গান।
বীর বাঙালি যাহার ত্রাসে ব্রিটিশ প্রহর গণে
হটতে পিছু পুকার সে তার; তাহার আগমনে।
ইম্ফলেতে বার্মা হতে জয় হতে জয় ধ্বনি
আজ যে ভারত স্বাধীনতা; তাহার অবদান ই।
আজ সে জাতেই ভুলতে সে রয় তাহার ধরা রণ
মিথ্যে যাহা তাহায় পূজে ভারত বিভাজন।
তাই, আজ যে আমার নয়ন জলে সবাই যখন ঘোর-এ
উল্লাসেতে মাতিয়ে ধরা; ব্যথাই আমার দোরে।

আজ
"স্বাধীনতা মানে"

আজ স্বাধীনতা মানে পেট্রোলের লাগামছাড়া দাম
আজ স্বাধীনতা মানে নাট্যকারের লম্বা ভাষণ খান।
আজ স্বাধীনতা মানে গ্যাস আর তেলে নাকান চুবন খাওয়া
আজ স্বাধীনতা মানে প্রতিশ্রুতির বানের তলে নাওয়া।
আজ স্বাধীনতা মানে বেকারত্ব-পাল ছুটানো গতি
আজ স্বাধীনতা মানে খুন ও লুঠত-প্রাণ জাগানো ভীতি।
আজ স্বাধীনতা মানে আব্রু হারা ধর্ষণের ঐ মাঠ
আজ স্বাধীনতা মানে লালকেল্লা-ভাষণ ভূষণ শঠ।