Sanjay Karmakar
  · Stnoodrpesm1uc2810ac1ci6im34193t03774hu41f18hc923t3t82u98l58  ·


(বাবা বোবা তবে জাগতিক শোভা বলে একলাইনে একটি কবিতা পূর্ব দিনে এ আসরে প্রকাশ দিয়ে লিখেছিলাম যে এ কটি শব্দের মব্যেই লুকিয়ে রয়েছে এক মহাকাব্য। যেহেতু আলোচনা বিভাগে নিজের লেখা বিশ্লেষণের কোনও সুজোগ নাই আর তাই কাব্যাকারেই এ বিশ্লেষণ করবো বলে মনস্থির করলাম। আজ হতে চেষ্টা করবো কয়েকটি অধ্যায়ে যদি সমর্থ হই লিখতে যদিও অনেক মার্সালম্যান রয়েছে এ আসরে যারা এককথা কবিতার ও বিশ্লেষণ করে দেয় তবে সঞ্জয় কর্মকার!! শুভকামনা রইল।)


বাবা বোবা তবে জাগতিক শোভা শত বোঝা তার স্কন্ধে
আজিকে বুঝিনু সার সে মরম নাহিকো খানিকো দ্বন্দ্বে।
কত শত ক্ষত বেদনা গভীর চেতনে তাহারি হৃদে
সংসার তার সাধনেতে তার অসূয়া না রয় বোধে।


স্নেহ ঘেরা তার হৃদয়ের দ্বার অমোঘ তাহার রণ
বিজিত কভূ পরাজিত কিবা-খান্ত নাহিকো হন।
প্রশান্তির ওই দিব্য কিরণ, বহে সে তাহার খাতে
অপত্যেরই চিন্তনেতেই-তার দিবা কিবা রাত কাটে।


ছলে কিবা বলে আপনার দলে-ব্যথার বাদল দিলে
অশ্রু তাহার হার মানা হার অবহেলে নেন গলে।
ঐশী তাহার হৃদ সে দুয়ার মোল সে তাহার পণ
তাহাদের লাগি স্বর্গ সে মাগি-লড়ে যান আমরণ।


অশ্রু আজিকে গ্রাসিত মেদিনী আজিকে হৃদয় দ্বারে
আজিকে বুঝিনু পিতা সে পরম-বিজিত নমিত শিরে।
নারায়ণে নয় নরেতে নমনি পিতার সে বোধ তাহে
পিতা সে পরম ঐশী সে ধন-সে বোধ তাহার দায়ে।


বাবা বোবা তবে জাগতিক শোভা শত বোঝা তার স্কন্ধে
আজিকে বুঝিনু সার সে মরম নাহিকো খানিকো দ্বন্দ্বে।
কত শত ক্ষত বেদনা গভীর চেতনে তাহারি হৃদে
সংসার তার সাধনেতে তার অসূয়া না রয় বোধে।