Sanjay Karmakarবাংলা কবিতা - ভারত
  · Notvem80mttber 90t 1at 67:18 9AtMd14  ·
"মানব সেবা"


মানব সেবা সেই তো দেবা হৃদয় সে তার বাস
মন মদিরায় সুখের সে গড়, হও গো তাহার দাস।
সুবাস সে বায় সে ঘ্রাণ তার
স্বর্গ রে ওই-ওপার দুয়ার
দ্বেষ ও অরি হিংসা ও লোভ, আজ ওই করো হ্রাস।


Sanjay Karmakarবাংলা কবিতা - ভারত
  · 202t74i7 1cntou7hr073rtsd  ·
"জীবন আপন"


পর ছেড়ে ভাই আপন ভালা; শোচ জুদি ভাই করো
শুধুই জীবন আপন আপন-আপন ভেবেই মরো!
ব্যর্থ হবেই জীবন তোমার
মাথায় তোমার পড়বে হ্যামার,
সত্য ইহাই তাই শুনো ভাই, সমাজ সে হাল ধরো।


Sanjay Karmakarবাংলা কবিতা - ভারত
  · 202t74i7 1cntou7hr073rtsd  ·
"সময় কালে-ফস্কালে"


সময় কালে-ফস্কালে! দিন ঢলে ভাই বন
বনের পথেই আকুল কেঁদে জীবন সমর্পণ।
যতই কাঁদো
ফাঁদ ও পাতো,
আর খুঁজে ভাই! যাবেই বৃথাই ব্যর্থ হবে রণ।


Sanjay Karmakarবাংলা কবিতা - ভারত
  · 0lu2tSpos32o9 2ehrma1m0s  ·
"বাবুদের হুশ নাই"


হুহু হুহু, কুহু কুহু ডাক পাখি ডাকে নাই
কাঁপে ধরা শীত এলো আগুন টা জ্বালা ভাই।
বস্তির স্বস্তি তা
ভালো করে ভাই তাপা,
রাত গলে ভোর তক, বাবুদের হুশ নাই।