সময় উলট পালট করে তছনছ করে দেয় আঁখ ক্ষেত
ধুলি ধূসরিত প্রান্তরে দু দণ্ড প্রেমের
সুবাস।


হার ক্ষয়ে যাওয়া অস্তিমজ্জার নিকোনো দেওয়ালে যেন
একবিন্দু শান্তির পানি; ওম গঙ্গা, গাঙ্গেয় উপত্যকায়
কতই না দ্বীপ ব-দ্বীপ গজিয়ে ওঠে
আবার মিলিয়েও যায় কালের স্রোতে;
কে তার হিসেব
রাখে!


উল্টা রথে স্মৃতির কাহন
মৃদু হলাহলে জেগে ওঠে;
কখনো আবার আন্টার্টিকার হিমশৈলে শায়িত
কতই না স্বপ্ন। জীবন কেটে যায়
লহমায়।


আঁখির পাতে ইন্দ্রধনুর সাত রঙের খেলাতেই
বাজিমাত।


প্রেমের লেখা, "তোমার জন্যে"


তোমার জন্যে;
এক আকাশ নেত্র ছড়িয়ে দিতে পারি মহাকাশে বা
এক সমুদ্রের নোনা জলে জ্বেলে দিতে পারি লক্ষ
জোনাক,
আন্টার্টিকা মরুভূমিতে এনে দিতে পারি
উষ্ণ কোমল বসন্তের
বাসন্তিকা।
উত্তর আর দক্ষিণ মেরুর বুকে খোদাই করে দিতে পারি
হাজার বছরের বিরহ
গাথা।
বিথীকা, তুমি আমার ছিলে , আছো আর
থাকবে জন্ম জন্মান্তরে, আমার অন্তরে;
নাই বা দিলে
সাথ।