"বাসর"


জীবন যখন শুখায়ে যায়
                  মরমে নিশীথ ছায়
পর্বতের ওই তলায় চাপা
         দুঃখ অতিশয়।
শূন্য আঁখে পলাশ বকুল
                  জুঁই বেলির ঐ বাস
নাহিক পারে দিতেই সুবাস
         শরতেরওই কাশ।


আকাশ ভেলা মেঘের মেলা
                   জলধির ওই রূপ
আঁকতে নারে হৃদয় কোণে
          যেমন অন্ধ কূপ।
কারাগারের চার দেয়ালে
                    যেমন বাধা প্রাণ
সইতে নারি বইতে নারি
           গাইতে নারি গান।
বিষন্নতার সাগর হৃদে
                    উছল কলরোল
ব্যর্থ মনোরথের ভেলায়
          হারিয়ে সকল বোল।


তোমার পানে চেয়েই যে মোর
                    সজল বলাকায়
শূন্য হৃদে পুণ্য ভরে
           হৃদ মননে ধায়।
তমস কালো দূর চলে যায়
                     প্রফুল্লতায় মাতি
উড়তে চলি ভাসতে চলি
          সখ্যে তোমার প্রীতি।


দ্বীন দয়াল এর বাসর সে ঘর
                     যেথায় হৃদয় দোর
ধন্য জীবন তোমার সনেই
           ধন্য যে প্রাণ মোর।


(লেখাটির আমার করা ইংরেজি অনুবাদ)


“eternal place”


Where the life goes dry
Shadow swallows each and all
Makes it dull and fry.
The heart comes down beneath
The mountain;
Intensify of suffering is immense.
Even  fragrance of beautiful flowers
Can't give amusement
And there is nothing but
grief and
Pain.


The beauty of the wonderful nature
Astonishing sculpture of clouds of autumn
Can’t draw attention;
Heart remains in the hell
Within the boundary of the jail.
Tis terrible to bear the life in cage
The mind neither can sing a song nor
Any creation to
Engage.


My distressed and broken heart and soul
It lit up with joy when I think of my goal
Towards thee.
The heart comes to its mood
Fly away and I floats, my love with thee
I can get out of grief and
Your glory sets me
Free.


You thee always reside in my heart,
The eternal place of dwelling  
I'm blessed and feel proud
You to following.


“প্রাণ”


বলতে মানা বলছি তবু দাম দিয়ে সব কেনা
তোমার তো ভায় সোনার সে ভূম,
এতই কেন দেনা।
ভারত ভূমে ভারতীর ওই; দিব্য তার ওই পূজা
আনাজ কলি পেঁয়াজ কেনই, আমদানিতে
খোঁজা!
জলের ধারায় যখন ভাসে দেশটি তোমার ভাই
ক্যান পারোনা ধরতে সে জল, জলাধারেই
কই!
বাধ ব্যারেজে বাধই সে জল; প্যানপ্যনানী গান
বন্ধ করো দূষতে ভারত, ভারত মোদের
প্রাণ।


“নূপুর”


আহা!
মেঘ করেছে শারদ প্রাতে সজল বাতাস ওড়ে,
রুবি তুমি নাই গো পাশে তোমায় মনে
পরে।
সেদিন সাঁজে বকুল তলায় কৃষ্ণচূড়ার বনে,
হারিয়ে ছিলেম তুমি আমি জড়িয়ে তোমার
তনে।
সিক্ত নীহার হটাৎ উবে রুক্ষ আমার ধরা,
ব্যথায় ওগো পরাণ আমার হৃদয় হরণ
করা।
মৌ কথা কও, মধুর ধ্বনি শুনতে নারি প্রাণে,
বইতে ধরা শুষ্ক অতি বেদনার ওই
গানে।
কোন নগরে কোন গাঁ'য়েতেই বাজছে নূপুর নাদে,
গোলক ধাঁধায় জীবন সাধা প্রেম জহরের
ফাদে।
বলতে পার কেউ কী আমায় শিউলি কোথায় পথ,
সেই দিশাতেই আজকে না হয়
সাধবো জীবন
রথ।