Sanjay Karmakar
  ·
বাতিক

সেলফোনে মন মগ্ন যখন আর পৃথিবী হারিয়ে যায়
এমন কতই ঘাতক বাড়ে লাজ শরমের মাথাই খায়।।
হুঁশ ফেরে না তাও গো ওদের
গল্প শুনেও এমন ফাঁদের,
রোজ ওই ঘটে মাঠে পথে-ওদের বাতিক রোখাই দায়!!

মাসুল

ভুলে গেলে ভুল বাড়ালে ভুলের মাসুল গুনতে হবে
এমন হিসেব করলে ও ভাই-নিকষ কালোয় ভরবে ভবে।।
জোর র'বে যার জুলুম তার
মানবতার জিন্দা হার,
জটিল যাহা করাল কালোয়-তার চেয়ে বরং দূরেই রবে।

বয়ঃ কালে

হায় হায় বয়ঃ কালে বাতিকের সমাহার
হরি নামে মন দিলে হবে সবই কাঁটা পার।।
ভবলোক সাগরেতে
প্রেম রোগ মরকেতে,
মরণেও নাই গতি-হৃদে লাগে ব্যথা ভার।।

ভাবলে এমন

ভাবলে এমন পাপাই বাবাই-শ্যামল রাধা কানু
দেশ হবে ফের গোলাম দাসের উদবে না আর ভানু।।
তাই হতাশা দূরে রেখে
জাগ দিয়ে বেশ মনোরথে,
আর ভীরুতা তার ওই পথে-কেনই নতজানু।।

বৃথাই ব্রত

কবি তুমি বৃথাই ব্রত জগ জনের কল্যাণে
কইছি আমি হলফ করে সে কাজ তুমি পারবে নে।।
আমরা জগাই মাধাই খেলি
টোঁপ দিয়ে মাছ আস্ত তুলি,
বুলায় হুলায় হুল ফুটায়ে-সে পথ আঁচাই গনগনে।।