কাব্য লেখা জলের মতন গড় গড়িয়ে লিখতে হয়
ঝড় জল আর বৃষ্টি বাদল; আঁধার রাতে
ভূতের ভয়।
যখন যেমন হুলোয় নাচায় ধরতে গিয়ে মন
কাব্য গাথায় তেমন তেমন নাচন
কোঁদন রণ।
সেই রণেতে আনতে গতি মসির তুফান ছোটা
বাচ্চা কালে কষায় যেমন, তেমন
পানের বোঁটা।
বোঁচকা বেঁচু হ্যাংলা পেচু; যা আসে ভাই হৃদে
মসির গুতোয় ঝাড়ন ফোড়ন, তেমন
দিতেই বিঁধে।
সিধে সাধা সরল তরল, গরল অনুভূতি
লিখতে কলি কাব্য গাথায়; একটুকু
নাই ভীতি।
ভীতুর ডিমে তা দিলে কী, ভূত ওরে যায় দূরে
কাজলা কালি কয়লা কালো ফেলতে কী
ভাই ছুড়ে।
ছোড়া ছুড়ি খেলায় যদি; পোক্ত রে মন হয়
কাব্য গাথা লিখতে কেন? কেনই
তবে ভয়!