"নিনাদ"


ধরাতলে যুযুধান
গারলেতে প্রাণ হরে;
পাশবিক হৃদয়েতে
ক্রুরতারে বুকে
ধরে।


লহু তারি বন্যাতে
বন্য সে অভিজ্ঞান;
দিলো কে রে পাশবিক
কোন সে হে মুনি
জন!


পশ্চাতে মারি লাথ
তোহাদের মুনিমেরে;
লহু ঝরা বাণী যারা
দিয়ে চলে ঘুরে
ফিরে।


ফিরতি ও পথে ওরে
শুন ওহে ইবলিস;
জান্নাতে নাহি প্রাণ
নরকের ধরা
কীট।


ক্ষমা নাহি প্রান তোহে
প্রান্তিক সমারোহ;
বারুদের তলে শুন
নিনাদেতে আজি
দ্রোহ।