(পরম শ্রদ্ধেয় বিদ্যাসাগর মহাশয়ের ২০০ তম জন্মদিবস উপলক্ষে লেখা। লেখাটি সরাসরি এখানেই লেখা)


বিদ্যাসাগর বিদ্যা আমায়; দান দখিনায় দাও না আজ
চর্তুপাশে ঘটছে আজি ধ্বংস প্রলয় লয়ের
সাজ।
বর্ণ তোমার পরিচয়েই উচ্চ সে শির আঁকরে ধরি
প্রলয় সে ঘাত আজ সমাজে ভ্রান্ত দিশা সইতে
নারি।
বাল্য আজি কশাঘাতেই তন্বী যুবা বিপথগামী
পরকীয়ায় মগ্ন নারী, আপন আপন রইতে
স্বামী।
বিদ্যাসাগর দাও না আমায়; প্রতাপ তোমার পণ সে দৃঢ়
উপড়ে দিতেই সমাজ বিধায় চৌ দিশাতে যতেক
মূঢ়।
বিদ্যাসাগর বিদ্যাসাগর; চাইছি সে তেজ প্রখর প্রবল
পার হতে গো উছল নদী, ধরতে টুটি গরল
ছোবল।
বিদ্যাসাগর বিদ্যা আমায়; দান দখিনায় দাও না আজ
চর্তুপাশে ঘটছে আজি ধ্বংস প্রলয় লয়ের
সাজ।