হায় হায় কয় কিরে!! ভজহরি মান্না
রণ টন বল্টন উঁচু নিচু চান না!!
ভেদাভেদী কলুষতা আর কি কি কইলো
মাথা গেসে কবি তার খইল ভূষি হইলো।
মানুষেরে সিঁধা করা আল্লাহ ভগবান
কত শত কেঁদে গেসে দেয় নাই কুনো দাম!!
আজ হরি ভজহরি -মান্নায় কয় কি
মাথা মোর ঘুরিতেসে চোখে ঘুরে চরকি।
ভেলকি কি জানে নাকি,"কুত্তার দুম তা"
জানে নারে ভজহরি-তারে কয় মানবতা।
সিঁধা কভূ হয় না কারু হৃদে রয় না
কারু ভালো হলি তালি; গা জ্বলে-সয়না।