Sanjay Karmakar
badge icon
Founding Members
  · Just now  ·
যুগল মানবতাবাদী প্রকাশ,"বিলেত ফেরৎ বাবুর ছাওয়াল"
"সৌমেন"
.
স্কুলের প্রধান শিক্ষক বৃন্দাবন বাবু এসে
ডাক দিল দিনু আছিস নাকি ঘরে ,
পার্থীতা বেরিয়ে এলো তাড়িঘড়ি করে।
প্রাণম করে সরে দাঁড়ালো, তারপর দিনু এলো ,
বৃন্দাবন বাবু বলে-
বিয়ের পরে মেয়ে কি চাকরি করবে না হবে ঘর  কন্যে?
আমতা আমতা করে দিনু বলে
সেটা তো ও ভালই বলতে পারবে কি আছে ওর মনে।
শোন মা কেরিয়ারের সাথে ছেলে খেলা করিস না।
আমার স্কুলে একটা "রসায়ন"  শিক্ষকের খালি পদ আছে
চাইলে এখন বা বিয়ের পরে যোগ দিতে পারিস তাতে।


তোর যা ইচ্ছে হয় বলেই পা বাড়ালো বৃন্দাবন বাবু
কি ভাবলো কি জানে ফিরে এলো আপন মনে,
বৃন্দাবন বাবু বলেন,দিনু বড় লোকের ছেলে
খোঁজ নিয়েসিছ ভালো করে
ওদের এত দাবি দাওয়া সব দিবি কেমন করে।
ও সব নিয়ে কিছু ভাববেন না মাস্টার মশাই
আমার একটা মাত্র মেয়ে
তার সুখের জন্য সব কিছু করতে চাই।


দেখ দিনু তোর বাপের মাস্টার
তোর মাস্টার তোর মেয়ের ও মাস্টার আমি
তোর মেয়ে যথেস্ট প্রতিভাবান
তোর থেকে সেটা আমি ভাল করে জানি।
তোর মেয়ে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী আমার স্কুলেই পড়েছে
আমি জানি পড়াশুনা গান নাটক আবৃত্তি
খেলা ধূলায় ওর কি প্রতিভা  রয়েছে।
প্রতি বছর আমার স্কূল জেলা
রাজ্য স্তরে সব বিষয়ে প্রথম পুরস্কার পেত,
যেদিন থেকে ও স্কুল ছেড়েছে
সবাই শুধু অংশ প্রহণ করতো।


তুই একবার চেয়ে দেখ ওর পড়ার ঘর
কত পদক কত পুরস্কার জমে রয়েছে ঘরের ভিতর।
শুধু বিলেত ফেরত ছেলে-
বংশ মর্যদা আছে বলে দিচ্ছিস বিয়ে
গন্ডগোল কিছু করতে পারে
পাওনা দেনার বিষয় নিয়ে।
আগে একটা সময় ছিল সবাই জানতে চাইতো
ছেলের কি আছে ছেলে কি করে?
এখন সময় বদলে গেছে
নেতার ছেলে আর কিছু জানার দরকার আছে"


"সঞ্জয় কর্মকার"
.
বিলেত ফেরত বাবুর ছাওয়াল মন্দ তার ওই মতি
তার ঘরে কি শোভন কি হয় এই দেশের ই সতী!
ঘোরেল স্বভাব সদাই অভাব নিত্য সে গাঁয় রয়
ফন্দি ফিকির তার ঐ জিকির তরঙ্গেতে বয়।
স্নিগ্ধ মধুর গাঁ এর বধুর কোমল তাহার মন
পতির সেবাই পরম সেবা তাহার আরাধন।
বিলেত ফেরত বাবুর কি আর মন কি তাতে ভরে!
দু দশ ডজন দেহের ওজন তার সে তুফান ঝরে।
নম্র মতি সতীর গতি রুদ্ধ সে দ্বার তথা
বইছে সে ছল জনম জনম লিখিত যে রয় হেথা।