Sanjay Karmakar
  · nptrodoeSs0 cm19o53ct31i3n5c03sw2fJu6i8g84  ·


বিশ্বাস এর ওই ভিত্তি মূলে, হানিস নে আর বাড়,
চাই রে ও মন, হে ঠাকুরণ, হৃদয় তোর ওই দ্বার।
বদ্ধ কপাট, লৌহ ফলায়, বিদ্ধ পরাণ আজি,
খোকন সোনায়, দে না মহল, বৈতরণীর
মাঝি।
ক্ষুব্ধ আকাশ, জেলোয় বাতাস, ঝরছে অঝোর ধারা,
গুম গুম গুম, ঝলসে আকাশ, যেমন পাগলপারা,
শ্রমিক আজি, কয়লা খাদান, খোকন তাঁর-ওই পিতা,
কর্তা সে তার ফরমানেতে, খাদান
চলে তথা।
প্রলয় যেমন আছড়ে পড়ে, ধ্বসলো খাদান খসে,
রুদ্র-তারওই, করাল সে ছায়, হুকুম সে তাঁর দোষে।
কয়লা চাপা, শ্রমিক বহু, খোকার পিতা সে-ও,
আনলো বাহির, সেনার দলে, তাদের
মৃতদেহ।
আর্ত নাদে ভরলো আকাশ, সজল কবির আঁখি,
বিষাদ তাঁর ওই আকাশ ছোঁয়া, হৃদয় মনোপাখি।
সৌধ সে তাঁর মহল তাহায়, স্বপ্ন ছিলো যেথা,
ভাঙলো শাঁখায়, মুছলো সিঁদুর, খর সে
বায়ুয় সেথা।