সঞ্জয় কর্মকার, বৈদূর্য কবি২০/১০/২০২২, ২০:৫৬ মি:
Sanjay Karmakar
· teSrpoondsct1o1mmt4g6i579gglmn0437thfu8si768g1mcwJi26c3f89l ·
biswa bazar


বিশ্ববাজার ফাটকা খেলা
টাকার মোহ বশ
আজ মানবে কীর্তি নাশা
আজ যে তাহার দাস।


অরূপ রতন ধন যে পিছে
মানবতার বলি
আজ আমুদে আর কামুকে
সে দায় পিছে ফেলি।


জান্তবের ওই ত্রাস খামারে
খান্তি বিরাম নাই
থাক না সে ধন পিছেই পড়ি
ধনের রোশনাই।


অগ্রগতির রথের চাকা
ঘূর্ণনেতে পিছে
যেদিক তাকাই সব খানে পাই
হুল সমেত ওই বিছে।


বিছের ছোবল গরল তাহে
আটক আজি প্রাণ
অশ্রু ছোটে আঁখির ধারা
হরপা নদীর বান।


জীবন আজি খাদের কানায়
হিংস্রতার ওই বশে
কীর্তি নাশা বারুদ ঠাসা
দেশ ও পরবাসে।


ও ননদী আর দু-মুঠো
চাল ঢেলে দে হাঁড়িতে
দে না প্রেমের মহল ধরায়
হর এক-এক বাড়িতে।


বিঃ দ্র- লেখাটি প্রিয় কবি সাঈদ আহম্মেদ কবির খান মহাশয়ের আজ প্রকাশিত কবিতা,"মাতৃত্ব" কবিতায় কমেন্ট দিতে গিয়ে ভাবের আবেশে সেখানেই কমেন্ট বক্সে লিখেছিলাম।