Sanjay Karmakarবাংলা কবিতা - ভারত
  · No8vempob1e5r9 6 6cat2s 7:38o 5e5AidmM  ·
"বিশ্বভুবন"


রেলের জমির পাশেই সে যে-ছন্নছাড়া ঘর
সেথায় সে রয় ভুখা পেটে নিত্য বেদন তার।
সেথায় আমার বিশ্বভুবন
সেথায় যে রয় আমার বোন,
আর জনতা খূঁজেই বেড়ায়, মানবতার হার।


লেখাটির আমার করা ইংরেজি অনুবাদঃ-
"My universe"


Next to the railway land is that dilapidated home
she lives there in starvation and roam.
that my universe are
she is my sister,
but the people can't find her; humanity leads to gloom.


Sanjay Karmakarবাংলা কবিতা - ভারত
  · NoSvembecr i5f atomng0 3119mr:0d60 gA7M  ·
"বিত্তভোগে চিত্তে যদি"


বিত্তভোগে চিত্তে যদি
                   রং এর ঘরে আতসবাজি
হর এক কদম ফেলতে ধরায়
                    রইল যদি হিংসা আজি
রণং দেহী চন্ডী মাতা
                    কান্ধে যদি চাপলো ভাই
রইলো কী আর ওই সে দেশে
                    যা কিছু সব যাচ্ছেতাই।
কালের ঘোড়া ছুটছে আজি
                   ফানুস সে তার গগন তল
ধ্বংস করাল আসছে ছুটে
                   ক'দিন আর বাঁচবি বল?


Sanjay Karmakarবাংলা কবিতা - ভারত
  · NtoS06avember1p4nl9s3o 85u1 at0 10:607 eAdM  ·
"হুশ নাই"


খুড়োর কলে জ্যোৎস্না জ্বলে আর জ্বলে-"রোশনাই"
লঙ্কা বাজি রকেট চড়ে, চরকি ঘুরে দোষ নাই।
খুড়ির ফাঁকা
দাঁতের চাকা,
তা ধিন, তা ধিন নাচছে খুড়ি, ব্যাবাক তাহার হুশ নাই।


Sanjay Karmakarবাংলা কবিতা - ভারত
  · tmmNovenmber8h3 53 1a741tt 9o:50g eAMd  ·
"সুখ"


সুখ সুখ সুখ সুখ
             কেন মরো সুখ চাহি
                       কেহ কী গো পেয়েছে তা
কেহ তাহা পাহে নাহি।


সুখ আছে মরণেতে
                       কী বা কই স্বপ্নে
আর আছে বুলবুলি
                                 কিছু আছে শিশ্মে।