Sanjay Karmakar
Founding Members · 20tSt eephromnssorfaedt ·
"বলিদান"


যে জন জীবন হেলায় দানিলো মাতৃ ভূমির তরে
শৃঙ্খলিত অশ্রু মায়ের ব্যথায় সে নীড় দ্বারে।
ভকতি যাহার আকাশ সীমা শিখর যাহার হৃদ
মূল্য তাহার ধূলায় লুটায় গড়ি সে
মহল শিস।


আজাদ দেশের সোহাগ তরে কারায় লুটায় প্রাণ
গাইলো যে জন গড়তে স্বদেশ স্বাধীনতার গান।
ভ্রষ্টাচার ও হিংসা দ্বেষে তাহাদের ঐ স্বপ্ন দেশে
বিভেদতার বিষ গরলে, এই কি
মোদের দান!


অশ্রু হেথা সাগর বহে দুস্থ করুণ দেশ
জীর্ণতার ঐ লেবাস তলে ধ্বংস অবশেষ।
কংস হেথায় রাজ লুটিছে দীর্ণ মানবতা
আকাশ হেথা ক্রন্দনেতে হতাশ
কহে কথা।


অশ্রু মোতির ঐ সে দ্বারে শীর্ণ জীবন রথ
রক্ত বহে ফল্গু ধারায়; ব্যর্থ মনোরথ।
জীবন সে রণ লহুর তলে ব্যাপ্ত বিষের ভাপ
শোষণ হেথায় রক্ত তিলক; যম সে
ভয়াল সাপ।


এই কি সে ভূম সোনার সোহাগ তাদের জীবন দান!
দু হাত বাড়ায় আজ এসো দেশ; দেই সে
বলিদান।