Sanjay Karmakar


  · Novelmbegprg 19tn act14m 6:2572r6f08 Aed3M  ·
"মাসি পিসি"


কনক ভোরে আসলে ওরে জোয়ার জলে প্রেম ভাসি
তার সাথে সই আসলো জুদি তার সাধের ওই মাসি পিসি!
উষ্ণতার ওই পরশ সে তার সোহাগ যাবে প্রাণ ভাসি
না থাক আলো না তার বিভা- তবুও রবো হাসিখুশি।


Sanjay Karmakar


  · h1o97019s hr6u3tale0s0cd89  ·
"রজস্বিলা"


কন্যাগন্ধা আমি চাই না কবি চাই
সে রজনী রজস্বিলা; রমণী সে মোর থানে ,
গানে গানে প্রাণে প্রাণে ভরাবো ভুবন।
জানিনা সে ক্ষণ সোহাগের পল, আনিবে সে
আগমন।


Sanjay Karmakar


  · tNSove8mb76eporh2 20s 632ait i4u:592 PM  ·
"হাসির তুফান"


অতল গভীর গাভ আর গাভীর উপাখ্যান এর ঝড়ে
রাইত গেলে ভোর সন্ধ্যা মানে, টিক্কি গেল নড়ে।
অ রে নরেন
কে রে গড়েন?
কাব্য এমন হাসির তুফান; পাঁঠা খাসির ঘরে।


Sanjay Karmakar


  · gNovt3eSm00b1er8 20 atn 8:056 r640Pe4M57u  ·
"বলদ গাই"


বৃষ্টি রানী দুয়ো রানী সকল মাথার মণি
কৃষাণ সে তার বলদ লাঙল, অনেক তাহার ঋণী।
তার সেচনে কালের গতি যুগ আর দেশে ঢল
খাদ্য খাবার তার বিহনে, হইছে কবে বল?
তার ঐ ধারায় যদি হারায় ধন কী বা ধান আজ
তার ঐ দয়ায় জাগছে ধরায় সত্যে কী বা লাজ!!
বৃষ্টি রানী দিল দুখানী আমার বাড়ি আসো
এবার ধরা উপচে দিলেও , আসন পেতে বসো।
তোমার বানে আমার প্রাণে শ্রদ্ধা অনেক মাই
তোমার দয়ায় ধন্য ধরা, আমার বলদ গাই।