জীবন নদের ওই পারে তে দৃষ্টি যেথায় হারিয়ে যায়
অরূপ রতন এই দরিয়ায়; মন লোভিতে
শক্ত বায়।
সে বায় কোমল কঠোর কভু; তুফান কী বা ঝর্নাধারা
অনেক আশায় স্বপ্নে অনেক, স্নিগ্ধ কভু
পাগলপারা।
থই পাই নে কূল কিনারা; কে সাজালো বলতে পারো
যেমন আকাশ তারায় ভুবন; এমন কতই
চমৎকার ও!
কে সাজালো এই সে ধরা পাহাড় নদী সাগর মোতি
ধন্য ধরা উদার ছায়ে, গ্রাম্য শ্বাসে
অরূপ ক্ষেতি।
উব্ধে গগন নিম্নে সে তল; পা জমানো জমিন ধরা
কাব্য কথা মন ভুলানো; গল্প গানে
মনোহরা।
বলতে পারো সৃষ্টি সৃজন মন মননে কেনই বয়
আবেগ ধরা রুদ্ধ কারা; সবই কেমন
কাব্য হয়।