গালিগালাচ পোস্ত এলাচ এই হরি তুই মানুষ নাকি!!
দু-পায় জীবের ভেলার চাষে-যা কিছু সব-সবই মেকি।
মাথায় ভরাট কু এর বাসা
এই কি মানুষ রঙ তামাসা!!
মানুষ সেরা জীবের জাতে- যা কিছু সব আজকে দেখি!!


আজ রে হরি ভজহরি-মান্না কাঁদে দশের হিতে
ভাষণ শাসন আজ রে মাথায়-জবর আঘাত মূলেই দিতে!!
ফি বছরে চাকরি কোথায়
দিব্যি ছিল ভোটের মাথায়,
লাগাম ছাড়া করের বোঝা-আজ কবি চায় জবাব পেতে!!


ক্ষেপসে কবি শেরখাঁ রাজে তবলা বাজায় ঢোল
চাবুক এবং ছড়ির তালে বাজাইতেসে খোল!!
খোল নলচে
আর বলচে,
সব ব্যাটারই ল্যাজের বাহার-বংশী-হাঁড়ির টোল!!