"বর্ষা রানী"


কখন ও বা বেগবতী কখন ও বা মন্দা
কখন ও বা ঘূর্ণিতে কলির
ওই সন্ধ্যা।
নির্ঝরে ঝড়ে ওড়ে গরিবের ঘর বাড়ি
যেন নাই কোন দয়া যেন তার ই
হৃদয়ের ই।


কখনও বা ঝির ঝিরে অমল ওই কান্তি
যেন দুখ হরিনিম ভাঙে
ভুল ভ্রান্তি।
শান্তির বারি ধারা সহসাই কোমলীমা
পার্বতী উমা সে যে মহিমার
নাহি সীমা।


আমি কবি ভাবি তাই; সে যে
প্রাণ প্রদায়িনী
তার ই তপে জোড় করে পূজি তারে
সুভাষিণী।