Sanjay Karmakar
22 hrs  ·


নব প্রভাতে নব নব রূপে নব নব বাণী সনে
এসো হে বৈশাখ এসো মহিমায় গরিমার বান লয়ে।
অনেক সহেছি কান্না জড়ানো করোনায় দেশ দিক
সরায়ে সে রণ উড়ায়ে তমায় এ বাসনা করো ঠিক।
যুগ ও প্রবাহে কালে কালে লয়ে লয়েছি কঠিন পণ
যুঝিতে রুজিতে রুদ্ধ সে দ্বার রবো না অনুক্ষণ।
মিলিতে সমীপে অপরূপ রূপে এসো হে ফেলায়ে ডালি
এসো হে দ্বারেতে বরণে তোমারে সাদরে লইবো তুলি।
অমানিশা ছায় নিশায় নিশায় কাটে যে প্রহর কাল
নৈশতার ঐ নাশকতা ছায় বহিছে রুধিরে পল।
কাঁদিছে প্রহরে মাগিছে দুয়ারে কাঁদিছে মাতায়ে আজি
ভ্রষ্ট সে নীড় অসহায় প্রাণ গিয়াছে তাহারে ত্যাজি।
ত্বরিৎ-এ তরীতে তুলিতে তাহারে ফেলায় দু হাত ওগো
নাহি কেহ নাই কেহ নাই আজি গাহিতে সে গীত মাগো।
বেদনার গীত গাহিত ভুবন রণ ও রণন হেথা
শিশু ও অবলা নিত্য দু-বেলা;  রক্ত হেথায়ে মাখা।
গাহে নাই গীত সাঁজের প্রদীপ শূন্য এ প্রাণ আজি
চেতনা বিলায়ে বিলোপে অসারে কান্ডারী হও মাঝি।
কান্ডারী হও মাঝি, কান্ডারী হও মাঝি, কান্ডারী হও মাঝি।
নব প্রভাতে নব নব রূপে নব নব বাণী সনে
এসো হে বৈশাখ এসো মহিমায় গরিমার বান লয়ে।