(লেখাটি আমার কোনও নিজের লোকের প্রতি উৎসর্গীকৃত)


তোমার মত করে এত বেদনা, পারেনি কেউ দিতে
বিদগ্ধ রমণী তুমি, কভু কী দিয়েছো পল
পর হিতে।
দাসত্ব তোমার প্রিয় জঞ্জিরে বাঁধো প্রাণ
তোমার মত করে কভু ওগো; পারেনি দিতে
শয়তান।
তোমার হাসিতে কঠিন কুটিল; জটিল জটের জ্বালা
মন্থনে হৃদ হলাহল অতি, ছিঁড়ে কুটে
ফালা ফালা।
বৃত্তে তোমারই বিদ্বেষ বিষ হিংসার ধরা গান
দূর হতে দূর বাহিত লাভাতে; ভয় পায়
শয়তান।
স্তব্ধ ধরণী আকাশ প্রবল ঝঞ্ঝায় দিলে ফেলে
ভাবিনি কখনও হেন রূপ তব; দিলে
অবহেলে।
কাঁদিতে পরাণ অশ্রু মোচনে রুক্ষ আজিকে প্রাণ
নাচে গানে বয়ে ভাসিলে ভ্রমেতে; হেন রূপ
অবদান।
ধমনী আমারই বাহিত গরলে, ক্ষর বায়ে শ্বাস
রহিনু দূরেতে ছলনাতে তব; একাকীতে তাই
বসবাস।