Sanjay Karmakar
Top Contributor


  ·   ·
আর নাই শীত জারি
বসন্ত আগমনে,
চারি ধার ঝিকিমিকি
পহ্লবে আহবানে।।
সোনা রোদ ঝরে পড়ে
শীত বুড়ি আর নাই
পথে যারা প্রাণে বাঁচে
আজ মন রোসনাই।।
বসন্তে শিব রাতি
দোল খেলা আর চলে
রঙ দিয়ে মাখামাখি
ভাঙ গাজা তলে তলে।।
পাল তুলে নায় তারি
গুন গুন গাহি গান
বসন্ত উৎসবে
চনমনে আজি প্রাণ।।
আয় সখি এই বেলা
ফাগুনেতে হোলি খেলি
প্রেমে মাতি ভালোবাসা
মন করি চালাচালি।।