Sanjay Karmakar


t1gS lpolShnsorermd  ·
গীতি কাব্য, "ওরে বসন্ত এলো সে দ্বারে"


ওরে বসন্ত এলো সে দ্বারে; অঙ্গ সে তার মেলি
বন্দনা গান গীত ওরে গা, ঊলুধ্বনি রব মাদল বাজা
বরণ ডালায় এই বেলা আয় সাজিয়ে
ফুলের ডালি।
আজি বসন্ত এলো সে দ্বারে, ওরে আজি বসন্ত এলো সে দ্বারে।
পঙ্খ ওরে; দে ওরে আজ
মেলি।


ঘরে ঘরে দ্বারে দ্বারে; ছন্দ সে বোল ধায়
স্নিগ্ধ শীতল প্রশান্তির ওই; দোল সে
দোদ্যুল হয়।  
বাসন্তির ওই হরিত কোমল কিশলয়ের বোলে
দুঃখ হরণ শ্যামল অরুণ দুলকি সে বোল;
চালে।


ওরে বসন্ত এলো সে দ্বারে; অঙ্গ সে তার মেলি
বন্দনা গান গীত ওরে গা, ঊলুধ্বনি রব মাদল বাজা
বরণ ডালায় এই বেলা আয় সাজিয়ে
ফুলের ডালি।
আজি বসন্ত এলো সে দ্বারে, ওরে আজি
আজি বসন্ত এলো সে দ্বারে, ওরে আজি বসন্ত এলো সে দ্বারে।
পঙ্খ ওরে; দে ওরে আজ
মেলি।