Sanjay Karmakar
Top Contributor
  · 22h  ·


শিলিগুড়ি শহরের অদূরে এক আধা শহরে বট পাকুড়ের বিয়ের অনুষ্ঠান হয়েছিল। আয়োজক কিছু ভক্তের অনুরোধে গতকাল রাতে এই লেখাটি লিখেছিলাম। তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আজ সেখানে আমার লেখা এই লেখাটি সেখানে পাঠ করে ফিরলাম মাত্র। লেখাটি এইরূপ ছিল।


বট পাকুড়ের বিয়ে হবে হই চই আজ সারা গাঁয়
একটি পিতা পরম তাহার একটি মাতা দূর্গা মায়।
আজ সজনী সত্য সখায় আজ বিনতি প্রর্থনায়
আয় রে সকল প্রাণ খুলে আয় আজ দিনেতে নির্দ্বিধায়।


শিব যে মোদের নিত্য সাথী বন্দনাতে পরাণ ধরি
এক মাতা তার লক্ষ্মী সতী তার বিনতি আজকে করি।
গড় করি প্রাণ রইতে সুখে বট পাকড়ি বিয়ের সাজে
দে রে ঊলু শঙ্খ বাজায় প্রাণ সঁপিতে তাহার রাজে।


হর হর দেব মহাদেবের বন্দনাতেই আজকে মিলন
এক ধরা পাপ আঁচ সে তাপের-তার করিতেই আজকে স্খলন।
দেও গো মাতা শান্তি স্তবক কোকনদের পাঁপড়ি মেলি
মিলন মেলায় তোমার সেবায় প্রার্থনাতেই পরাণ ধরি।


গৌড়ি ঊমা দাও গো ও মা চরণ আজি আমার গাঁয়
ধন্য ধান্যে পুষ্পে ভরাও তোমার আশিস দাও গো মায়।
পাল তুলে নাও ও মা তুমি পাপের স্খলন দাও গো উমা
তোমার ছোঁয়াচ পরশ প্রেমে্র কাটাও আজি আঁধার তমা।


শিব সতী তার মর্মে আঘাত সইতে নারে শম্ভু স্বয়ং
বোল বোমে তার নৃত্য কাঁধে এই ধরা তার করতে দহন।।
বিষ্ণ স্বটং চক্রে তারি আর ছেদনে সতীর দেহ
সৃস্টি স্থিতি লয়ের বিধান আর কেহ নয় শম্ভু প্রিয়।।


সিদ্ধিদাতা হও গো ত্রাতা পরাণ মোদের লিপ্ত পাপে
দাও গো ক্ষমা বট পাকড়ি আজ আছিলায় অভিলাষে।
আজ বাসরে ইষ্ট দেবের বন্দনাতেই হই গো পার
আয় রে সখা আয় রে আজি পুণ্য স্রোতে সলিল তার।


বট পাকুড়ের বিয়ে হবে হই চই আজ সারা গাঁয়
একটি পিতা পরম তাহার একটি মাতা দূর্গা মায়।
আজ সজনি সত্য সখায় আজ বিনতি প্রর্থনায়
আয় রে সকল প্রাণ খুলে আয় আজ দিনেতে নির্দ্বিধায়।