Sanjay Karmakar
  · dtnepsSoroct7ft7h06c3 f0f3tsn941u7wtccl0g00l81h49811lfho0J83  ·


দম্ভ তোমার আকাশ ছোঁয়া
পরাণ মোদের যায়,
কেউ কী আর ইচ্ছা করে
মরতে বলো চায়!!!!


চাকরি আমার ঢাকা শহর
জীবন জ্যোৎস্নাই,
তার চেয়ে বেশি আর কী বলো!
রেহাই ক্যামন পাই।


পল্যুশনের ধোয়ার আঁধার
জীবন যে যায় চলে,
খুঁটোয় বাঁধা গরুয় তুমি
মারছো চাটা গালে!!


তার চেয়ে বরং হাত টি বাড়াও
কাব্যে করো দান,
এমন বলো কর রে রোপন-
বৃক্ষ সৃজন গান।


বিঃদ্রঃ লেখাটি প্রিয় কবি শ.ম. শহীদ মহাশয়ের আজ প্রকাশিত কবিতা,"বড়াই করো কিসে", কবিতায় কমেন্ট করতে গিয়ে এই মাত্র লেখা।