Sanjay Karmakar
5 hrs  ·
"বৃষ্টি রানী"


বর্ষা মেয়ে বিজলি তড়িৎ বজ্র নিয়ে খেলে
আর তুফানে পাল তুলে মেঘ বারির সাথে দোলে।
দোদ্যুল দোলে রূপটি মেলে নয়ন ভাসায় জলে
অম্বরে রাজ শাসন তাহার টাপুর টুপুর ফেলে।


মেঘনা তাহার কালনা তাহার পদ্মা তাহার পণ
মিলতে স্রোতে তার ওই ব্রতে সাধন আরাধন।
জল সেচনী বৃষ্টি রানী কৃষক তাহার খেতি
ফসল তাহার ভরতে অঙ্গন ঝরায় দিবারাতি।


ও মেঘ ওরে আমার দোরে আয়না বলে শিশু
নৌকা ভাসাই তোর ঐ জলে কানাই আমি বিশু।
নৌকা বিহার স্রোতের বাহার কানায় কানায় জলে
আর তটিনী হয় যে ঋণী বৃষ্টি রানীর ছলে।


আমার কবি মন যে হারা কলম চলে বেগে
বৈভবে তার রূপের ভারে যায় যে কভু রেগে।
খেয়াল তার ঐ বানের জলে ভাঙছে যেথায় বাঁধ
বল রে ওরে মেঘের রানী কি সেই অপরাধ।


গরিব দুখী ভাসছে জলে ভাঙলি রে তুই ঘর
আঁখির পাতে সুরমা ঢালি রইলি যে তুই পর।
তবুও সাদর বরণ তোরে একূল ওকূল তোর
রইলে না তুই জীবন মিছে বৃথাই ঊষার ভোর।