Sanjay Karmakar
badge icon
Founding Members
  · Just now  ·
জীবনমুখী ছড়া কবিতা, "বাসের লেখা"
.
(বাসে মোবাইল থেকে লেখা। আজ জলপাইগুড়ি কাজে গেছিলাম। বাসে যাবার সময় আর ফিরে আসবার সময় মোবাইল থেকে লেখা)
.
"যাবার সময় প্রিয় কবি অচিন্ত্য সরকার এর পাতায়"
.
আজ সেজেছে মেঘের বাড়ি সূর্যি মামা নেই
টাপুর টুপুর বৃষ্টি পরে সাঁজের বেলাতেই।
ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে টিনের চালের প'ড়ে
গুড় গুড় গুড় ডাক ছেড়েছে বিজলি তা নেই ঘরে।
মা গো আমায় কোলেই তোলো করছে ভীষণ ভয়
শীতের দিনেও ও মা ও গো এমন কেনই হয়!
ওই তো ওরা ভিজছে ক্যামন পথের খোকা খুকি
সইতে ক্যামন শীতল কাঁমড় কতোই ওরা দুখী।
কেন এমন হয় গো ও মা গরিব ছোট লোক
ভগবান টা ভীষণ পাজি; শাস্তি তার ওই হোক।
.
"ফের বার সময় মোঃ মমিনুল ইসলাম এর পাতায়"
.
নীল নয়নে কেনই তুমি রইলে অমন অরূপ চেয়ে
ডুব সে দিলাম হৃদ সাগরে সাকিন সুরা শরাব তলে।
ভ্রমর অলি গাইলো কুজন মলয় বায়ে স্নিগ্ধ কলি
তন্দ্রা জড়া আঁখির পাতে প্রেম দোলাতে সকল ভুলি।