Sanjay Karmakar
  · toeoSrdnps978amw01itn4s1la3g4mulma0J5c792cul16cla2tulo77ml7
  ·
চমকে গেলাম বিষম খেলাম কাব্য উড়ে মাঠে
আজ প্রভাতে চলতে পথে আলোচনার পাঠে।
কেমন আমি হদ্দ বোকা রামছাগলের দাঁড়ি
আয় রে হরি শক্ত করি মগজ তাড়াতাড়ি।


Sanjay Karmakar
  ·snpderSoto877gnt57uli4817u200hg6guhag414sc52i01675J81owf1u
  ·
বর্গী আজি উর্দি পড়া


বর্গী আজি উর্দি পড়া পাগরী বাঁধে শিরে
লালকেল্লায় বাজায় সানাই; ধনুক ও শর তীরে।
খোকাও ঘুমায় পাড়াও জুরায় বর্গী আসে দেশে
সব ফেলে ধন ও মা ঘুমাও-আসে সাধুর বেশে।


Sanjay Karmakar
  ·oosneStpdrgg3mff1hmg0mw0tu7o18n05sua6m1m0825hht11la680
gi58J  ·
মাটি মাটি সব ভাই


এখানেতে সেখানেতে মাটি মাটি সব ভাই
প্রাণ গেলে ধরা সড়া মিলে শুধু মাটি টাই।
তাই নাই শুনো ভাই দম্ভের বিভীষিকা
মিলে ঘুলে মাটি খাই লিখে চলি কবি টিকা।