চন্দ্রমাতা আজ তাকালাম আর দিনের ঐ মতই তা
নতুন কিছুই দেখতে নারি! বিক্রম কী প্রজ্ঞা
যথা।
শুনতে পেলাম সে নাকী ঐ নামলো তরী চাঁদের বুকে
আসবে কী তা সর্বহারার দুঃখ কী বা স্বর্গ
সুখে!
ভাবনা সে তার তল খুঁজতে-হন্যে হলাম আজ ই কই
বলছে রাজেশ কানাই হরি, আমিই নাকী
পাজির খৈ।
পাজি তো আজ থেকে না-আমার মায়ের শোনো তবে
কঞ্চি কানা মারতো আমায় চলতো মা ওই রণের
ভবে।
আজ দিনেতে রইতে তেমন-দ্বিধা কেনই চড়তে রবে
ধ থেকে ধা ধানাই পানাই জেমুন তেমুন সবাই
চাবে।
পাও যে আমার মাটির সাথেই-হাটের লিখি দুঃখ গীত
সর্বহারার মাতলে দুখে-সবাই ছোঁড়ে আমায়
ইট।
ইট ই আমার সোনার চাঁন্দু শোনো বলি রাজেশ ভায়া
দু পল আগে পিছে সবাই-ছাড়বে রে ঐ ধরার
মায়া।
সেই দিনেতে বসবে বিচার বড় লাটের দর দমে
পাপের হিসেব তাও সে হবে-যাবেই তুমি
জাহান্নমে।


"ওদের সাথেই খেলি"


বলছে বলুক, বলুক না ধান্দা পানি মন্দ না
তাও তো ঠোঁটে নামটি আসে কু-কথার ই
বন্দনা।
স্খলন হলেই পাহাড় চড়া শক্ত ভিতে পরিপাটি
শিখতে হলে গঙ্গা জলে ভিজতে চলে
চুনোপুঁটি।
ঠক বাঁছতে উজার গাঁ কোকিল কী বা কাক
রুদ্ধ পানায় পায় কী গতি নিতেই পারে
বাঁক।
বাঁকা শশী কয়লা ভুষি ময়রা কী বা তেলি
জীবন দারুন মজার খেলা-ওদের সাথেই
খেলি।