আজ আবার কারেন্ট ১০ টা পাঁচ টা ডিউটি করেছে। স্বাভাবিক ভাবেই কিছুক্ষণের জন্য আমার খান্তি ছিল সেই ফাঁকে পুরানা দিনের মতই একটু বুলবুলির সাথে গল্প কথা বলে নিলাম।


"চোলাই খেয়েই দুঃখ ভুলি"


বুলবুলি চল আজকে হেথায় আবোল তাবোল খেল খেলি
যা খুশি তুই কর রে বুল আমি বানাই রদ্দি বুলি।
কি হলো বে চুপটি কেনেই! আজ রে ভাই আজাদ তুই
দাবড়ে বেড়া পরীর ডেরা, শিস বাজিয়ে কাঁপিয়ে ভূঁই।
এই রে বাড়া করলি কি তুই! তাই বলে কি পড়বি গায়ে
দূর থেকে বে বাজাস সিটি, মরবি নাকি ইসের দায়ে।
এই রে হরি কোথায় গেলি, যাসনে ও দিক আয় রে ফিরে
ওই টা পুলিশ সিভিল ড্রেসে; ডিউটি সেড়ে যাচ্ছে ঘরে।
হতচ্ছাড়া শুনলি না তুই বোঝ ঠেলা ভায় এখন কেনে
না বাবা না! আমার না বুল, বাড়ি বোধ হয় সুদূর বনে।
চিনবো কেনেই তোর ওই রণেই; যাই কি বাবা মামার ঘর
তার চেয়ে ভালো একলা থাকি, তুই যা জেলে জিন্দা মর।
বিপদ এলে বলেন দাদা কেউ কি আর থাকেই সাথে
হদ্দ বোকা হয় গো তারা; এমন হলে সমান বাটে।
বুল তো গেল মামার বাড়ি ধোলাই বুঝি হচ্ছে বেশ
চোলাই খেয়েই দুঃখ ভুলি, গল্প আমার হলোই শেষ।