Sanjay Karmakar
  · cdtdJSufpleoyn 1sa6m aldotragrm r3s:3of6 sePMdd  ·
"জা-কাত'


ও বাবু তুই নিত্য দিন-ই দ্যাখ না ঈদের চাঁদ
সত্যি বাবু কইছি আমি একটুক নাই খাদ।
আমরা যারা পথেই বাসা
খাদ্য খাবার পাবো খাসা,
মন জুড়ানো নতুন কাপড়; দান ধরা জা-কাত।


"দুখ"


তখন তো মা লাগতো খারাপ স্কুলটা ছিল ভয়
আজ দেয়ালে পিঠ ঠেকেছে আজ তো তেমন নয়।
মনটা ভারি বন্ধ ঘরে
থাকছে সে মন স্কুলেই পড়ে,
বন্ধু সকল পড়ছে মনে; দুখ যে ভীষণ হয়।


"স্মৃতির পাতায়"


দুঃখ কিছু স্মৃতির পাতায় উদাস জীবন তায়
ফল্গু তাহার স্রোত সে মধুর সদাই বয়ে যায়।


"খোকন সোনা"


খোকন সোনা পাগল হ'লে দিন তো যাবে ঢলে
আর কেঁদোনা বলছি বাবু জীবন যাবে চলে।
তার-চে বরং চোখটি মিলো দেখবে নানান রঙ
বেছেই না হয় নিয়োই শুনো নতুন কোন পণ।
দিক বিদিকে ছুটছে তারা এক সে বড় এক
যে আসেনা ডাকলে কাছে করোই না হয় ত্যাগ।


"যেতে চাই"


অশান্ত সাগরেতে নিত্য সে রণ মেতে আহা!
ধাবিতেছে চোরা স্রোতে; সে কথা কি যায় ক'য়া!
যুযুধান জায়া মন নীড় তাহে ঝড় বহে
কটু ভাসে অনায়াসে নিত্য সে কথা কহে।
বাসনা ও কামনাতে স্বজনাতে রণ দেয়
যাহা কিছু ধন মোর নিতে চায় ছলনায়।
ভাবি ধরা ত্বরা গতি পাই জুদি আজ-ই ভাই
চুপিসারে জান্নাতে আমি ওগো যেতে চাই।