"আহা রে! বাহারে"


আহা রে! বাহারে; কয় কি হরি সজ্জনে
প্রেম ধারা সে চায় রে ভুবন দ্যাখ তো আছে কোন খানে?
পাইলে পাবি যা উড়ে যা কপিল মুনির আশ্রমে
আহা রে! বাহারে; কয় কি হরি সজ্জনে।
অ হরি তুই কোন বাসাতে কোন চুলাতে খুঁজতে গেলি?
সব খানে ধন হিংসা ও দ্বেষ নাই রে কোথাও প্রেমের গলি।
তার চেয়ে বরং ছাড় রে ভরং কবির কানে মন্ত্র ঢাল
বল অরে তুই ভ্রান্ত সে পথ আজ রে সবাই ভেড়ার পাল।
অং বং চং রং চঙে সব উপর ধলো মনটা কানা
ঊষর মরু থর না কি-কয়! প্রেমের বীজ যায় না বোনা।
বন্ধ চোখে রইতে ক রে কালার মতন জিব বুঁজে
সব মেনে বল চলতে জীবন তাইলে পাবে প্রেম খুঁজে।
ধন মন আর বিষয় আশয় ব্যালান্স ট্যালান্স ব্যাঙ্কে যাহা
তাগো হাতে সর্মপনেই প্রেম দিবে ক অনেক ভায়া।


"শক"


প্রেমের কাঙাল হইলো কবি নীল ধরিতে সখ
তার পিছে প্রাণ ধন সঁপে রে; করছে বকর বক।
হাঁসখালিতে বাজায় থালি
উড়তে আকাশ বকছে খালি,
বাদ্যি তাহার বাজবে কানাই; কারেন্ট খাবে শক।


"সানাই"


ছাপ ও সাপে বিভেদ কি বা; কইতে গেলে নারী
এমুন ছোবল মারে কানাই, সহন যে না পারি।
বাবুর আবার ভক্তি তার ওই
বাতিক তাহার শোন রে কই,
হৃদয় দ্বারে কাহারবা রে; বাজায় সানাই তারি।


"পিত্তি"


তলে তলে গলে গলে; খান ক্যান পিত্তি
তাই দেখে হ্যা গা দাদা জ্বলে জাই নিত্তি।
শিথানেতে শিল নোড়া
কড়া বড় তার গোড়া,
আমাগো তো তল'ই নাই; কইত্যাসি সত্তি।