"সসাগরা"


প্রেম রহে বিরহেতে গতি তারি স্রোত ধারা
বিরহী সে কূজনেতে প্রেম সে তো সসাগরা।
অনলের আঁচে হৃদ; রুধিত সে প্রাণ হরা
প্রেম রহে বিরহেতে গতি তারি স্রোত ধারা।
সেবাদানে সবিনয়ে আপনারে বলি দিয়ে
কভু কভু বিরহেতে পতি হয় গৃহহারা।
প্রেম রহে বিরহেতে গতি তারি স্রোত ধারা
বিরহী সে কূজনেতে প্রেম সে তো সসাগরা।


"চাঁচাছোলা"


বুদ্ধি নারীর ঘাটে ঘাটে সে আর কি যায় বলা!
বল্গাবিহীন সেই ঘাটে খাই নিত্য চাঁচাছোলা।
আর ছিলানী বাম্বু সে তায়
নাই রে দয়া একটু রে হায়!
নিত্য নরক হিয়ার সে তল; দিচ্ছ কেনেই দোলা?


"আর যেওনা চলে"


ও করোনা নাই করুণা আর যেওনা চলে
ভন্ড রাজের মাথায় কাঁঠাল বাজাও ঢাক আর ঢোলে।
সমাজ যারা চুষতে আছে তাদের মাথায় বাজ
প্রাণটা কেড়ে নিয়েই তাদের বাজাও রণ ঢাক।
বদ আর ঠগের বজ্র আঁটুন বইছে এখন ধরা
একদম না নাই করুণা তোমার রাজের গড়া।
আমরা যারা চূণোর পুঁটি মারলে কি আর ক'ব
তোমার প্রেমের বান ছুটিয়ে না হয় আকাশ পাব।
জ্যান্ত ঘাটের মরা মোরা প্রতি দিনই মরি
এবার না হয় মুক্তি পেলাম তোমার হাত ওই ধরি।
ও করোনা নাই করুণা আর যেওনা চলে
ভন্ড রাজের মাথায় কাঁঠাল বাজাও ঢাক আর ঢোলে।


"সুদূরের হাতছানি"


নাই, ভাইচারা আর নাই সুদূরের হাতছানি
ডানে বামে সবখানে হানাহানি টানাটানি।
ধর্মের জাত গেছে
জালিয়াতি তারি পিছে,
রসে বশে মেদিনীতে; শত ক্ষতি শত হানি।