Sanjay Karmakar
JtudtsuSipts ionsogrendSornw  ·
(এখনো অবধি বেশ ভালোই আছি)
"বন্ধু দিবশ"

বন্ধু তালি একটি দিন ই-বাকি সবে অরি
আয় রে তালি দৌড়ে ছুটে জড়িয়ে আজি ধরি।
বন্ধু আর বন্ধুকেতে
থাকবো মোরা বছর মেতে,
গোলা গুলি আর দিনেতে; মৈত্রী আজি গড়ি।

"হুনু লুলু"

অ ঘোৎনা হুনুলুলু চলনা আসি ঘুরে
যেথায় গেলেই কেল্লা ফতে বিবেক যাবে পুড়ে।
মৃত সে ধন করবো বোধন
করলে তেমন সাধ্য সাধন;
আঙুল ফুলে ডমরু হবে; মিষ্টি নলেন গুড়ে।

"বদল"

কুমোর পাড়া আছে বটে গরুর গাড়ি নাই
ভাগ্নে মদন সেও তো আছে রাজনীতিতে ভাই।
বংশীবদন তার ঐ পাশে লম্বা তার ওই দাঁড়ি
জয় বাংলা কাঁটায় ঘেড়া নাই কলসি হাঁড়ি।
হাট ও বসে রসে বসেই নাই খামতি তার
কষ্ট করে যাও না দূরে নাই নদী তার পাড়।
উচ্ছে বেগুন পটল মূলো দ্বার গোড়ে সব আসে
মাছ নিয়ে রব চেঁচায় বহু কলের গাড়িত বসে।
অনেক কিছুই বদলে গেছে বদল নাহি তার
মন সে হৃদয় প্রাণের মানুষ মা-এর মমতার।

"ভ্রমাত্মক"

একদিন তো শেষের ভেরী; বাজবে রবে নিনাদ তার
ধ্বংস গাথা রচিত লেখা আজ যে পুকার বিসংবাদ।
গর্ব যাহা খর্ব হবে প্রলয় তার ওই সাজ বাহার
অহং বোধের প্রতিশোধের গণছি প্রহর শুনছি নাদ।
রিরংসার ওই লালস যাহা রিক্ত সে ধন শেষ হবে
রইবে না প্রাণ, শ্বাস বায়ু তায়-না রবে তার জীব সবে।
ব্যাকুল হৃদি চিত্ত মম ভাবনা সে তার প্রলয় দিনে
ভ্রান্ত যাহা সে পথ তাহা রব কি ধাবে নিষ্ক্রমণে?
সে বোধ তাহা নাই যে ধরা ভ্রমাত্মকেই দিক সে হরা
সুজন সুহৃদ মন সে মতি; দুর্গতি সে আনতে ত্বরা।