Sanjay Karmakar


  ·
tsoe
p
7ua
4
2
2

P
0


9
l
f
t

5
a
9
6u0
A
:
i
1
r
M
  ·
"চশমা বিহার"


চশমা ওমা!! দাঁড়ি কমা, উড়লো নাকি বাগে,
দুইটা পাখায় ভর করে বা, ভরছি নাকি ব্যাগে!!
উথাল পাথাল, উঠলো সে ঝড়
বৌ বলে যাঃ ডুবেই মর,
কেউ দেখেনি, চশমাখানি, নাকের ডগার আগে।


যেই পেয়েছি, সেই ধরেছি, নাকের ডগা তারি,
তার নিচে গোঁফ, তার ঐ ফাঁকে, চশমা ও ছাগ দাঁড়ি,
বৌ বলে আর খবরদার
আর হবে নি চশমা বিহার,
পাঠায় আমায়, কণ্ঠ বোমায়, সাগর দিতেই পাড়ি।


"সর্বহারা"


সর্বহারা, সকল হারা, দুঃখ তাদের ধন,
পথ আর ঘাট ওই, ঘর যে তাদের, জীবন তাদের রণ।
আপন কেহই, নাই গো তারা, জন্ম তাদের পথে,
টোকাই বলেই, ওদের সবাই, চড়ায় গরিব রথে।
দীন দুঃখী, ওদের সেবায়, নাই কো সমাজ মতি,
জন্ম পথেই, মৃত্যু পথেই, পথেই ওদের গতি।
তোমরা যারা, ধন আর মানে, উচ্চ স্থানে রও,
কলম চালায়, সাদায় কালোয়, তাদের কথা কও।
পথ কী শোনে, কাব্য কথা, পেটের টানে যারা,
হাত পাতলে, হারায় সব ওই, কও তো হতচ্ছাড়া।