আমি মাত্রা গুনে লিখি না কারণ মাত্রা গুনে বা ছন্দ মেনে লিখতে গেলে হৃদয়ের সুর ব্যাহত হয়। একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি।


মাত্রা গুনে লিখলাম মানে ছন্দ মেনে কবিতা, এরকম।


কালিকাবাড়ির কালিবাড়ি জাগ্রত অতি (১০/৫)
দেব সেথায় পাহারাদার-উমার পতি। (১০/৫)
আর্ত সেবায় আর ভোজনে শ্রেষ্ট ধরায়  (১০/৫)
দিবস রাতি বছরপ্রতি-স্নেহ গড়ায় (১০/৫)


আর মাত্রা ভুলে গিয়ে বা না গুনে হৃদয় আর মননের ছন্দে প্রকাশ দিলাম একই লেখা।


কালিকাবাড়ির কালিবাড়ি-জাগ্রত অতিশয়
দেব করে নিজ পাহারাদারি, নাই কোনও রে
ভয়।
আর্ত সেবায় আর ভোজনে পরম সে ধাম অতি
দিবস রাতি বছর গড়ায় প্রেম আর
সম্প্রীতি।


কোনটিতে ছন্দবোধ বেশি আছে আপনারাই লিখে জানান।