চাঁদনি চক এ চাঁদ ধরতে ব্যাস্ত  আছি আমি
ভাবছো কি ভাই শুধুই লিখি নাই কো কোনো কাম-ই!!
ট্যাহা কি আর গাছে ধরে
ছাওয়াল পাওয়াল আছে ঘরে
বড়ো লাটের লাট আর বহর-দেন নি জগৎ স্বামী।


আসছি ফিরে আজব নীড়ে কাব্য যেথায় অনর্গল
ব্যথায় যেথায় সাগর ভাসে কবির দেশের গুপ্ত বল!!
সেই বলে নাই ফলের আশা
হৃদ সাগরে শুধুই ভাসা,
পীযুষ তার ওই পিপাসাতেই আয় রে কবি ভাসতে চল।  


(দেন নি লেখাটি বাংলায় করে দিলাম)