Sanjay Karmakar
  · JuhmtSstS epnhoonsctsworerad  ·
রম্য ছড়া কবিতা,"ডাণ্ডা গিলি"


পাঁচু গোপাল নেটেই শুরু করলো তলাস মেয়ে
কি আর হলো ইতনা সালে বাড়ি বাড়ি যেয়ে!
সরকারি সে কর্মী বড় হেডিং দিল বেশ
লাগবে তার ওই সুশ্রী জায়া মেঘের মতন কেশ।
নাকটি চোখা কানটি খাটো মুখরা হবে গোল
লক্ষ্মী সোনা রূপ আর গুণে তেমন আনমোল।
দু দশ ডজন আপিল হলো দিন কয়েকেই ভায়
অনেক ঘেটে পরখ শেষে মিললো তেমন তায়।
বাসর রাতি নিভলো বাতি হুরুম দারুম শেষ
ভোরের আলো ফুটলে পাঁচু পাইলো মেঝে কেশ।
মেক আপ যাহা ছিল সবই ঝরছে ঘামের জলে
হায় রে কপাল এমন রাবিস উঠলো পাঁচু বলে।
আমায় ঠকাস বলেই পাঁচু মারতে গেল যেই
ডান্ডা হাতে লয় সে বধূ তাকেই বানায় লেই
সেই যে শুরু চলছে আজ ও ডান্ডা গিলি খেল
সুবোধ এখন দামড়া পাঁচু বউরে মাখায় তেল।