Sanjay Karmakarবাংলা কবিতা - ভারত
Rising Star  · tncocSpons8o nnhrresd  · Shared with Members of বাংলা কবিতা - ভারত
"ডান্ডা গুলি"


আম বাগানে খাস বদনে
আমের পাকা ঘ্রাণেই মাতি;
পিছন পানে বাবুর শালা
মারলো দারুন কষায়
লাথি।


বাপের নামের ডঙ্কা বাজে
ভাবছি কি ভায় মারবো ছুট
ডান্ডা দিয়ে মারলো ঘাড়ে
যেমন ছিটায় হরির
লুট।


নাই রে দাদা শক্তি দেহে
বলছি তো আর আসব নি;
দিয়েই চলে মনের সুখে
ঘার ধাক্কা ঝাকা-
নি।


ঝাজ কি তার ভাবছি মনে
কি আর এমন হতোই বলি!
দুই একটা গাছের আম
তার লাগি দেয় ডান্ডা
গুলি


Sanjay Karmakarবাংলা কবিতা - ভারত
Rising Star  · tSpo5 hnrSsriocrfesdu  · Shared with Members of বাংলা কবিতা - ভারত
"বঙ্গ লাল"


কে ধরেছে কে মেরেছে কে দিয়েছে গাল
মুখ ফুলিয়ে কাঁদছো কেনেই ওহে
বঙ্গ লাল।


কলম আর কলমি শাকে খুঁজছো কেনেই ভাপ
লিখছো আঁকা বক্র কথায় করছো
পরিতাপ।


হ থেকে হয় হজমি গুলি বদ হজমের যম
চ থেকেতে চাক্কু ছোরা হাড় বিটকেল
দম।


দুয়ের মাঝে একটি ধর হিসেব হবেই শেষ
আমার মতে হজমি খেলেই
শান্তি অবশেষ।