প্রতিশ্রুতি মন্দ না! বলেছিল চন্দনা
বৃষ্টি বাদল ঝড় জলেতে,
কোনও দিন ও
ভুলবো
না।


সেই আশাতেই বুকটি বেঁধে
ভালোবাসা অনেক সেধে;
অ আ ক খ, এ বি সি ডি
নিতেই তারে জীবন
নদে।


বালা চুড়ি, কাপড় চোপড়
গলার থেকে পায়ের নূপুর;
ভাবতে তারে রাত্রি দিনে
ভাদ্র মাসের তপ্ত
দুপুর।


তিনি এখন গগনচারী
সাত মহলা তার ঐ বাড়ি;
বড়লোকের লটকে গলে
চড়েন বিশাল দামি
গাড়ি।


আমার তো ভায় গন্ড হাঁড়ি
যেমন লকার পুলিশ ফাঁড়ি;
প্রতিশ্রুতির ঠেলায় মরে
ভালোবাসায় পড়লো
দারি।