(আজ অনেক লিখেছি তবে একটাই প্রকাশ দিলাম কারণ সবার লেখা পাঠ করতে পারি নাই, গীতি কাব্য, আমার মনে হয়েছে এ লেখাটি প্রয়াত শিল্পী মান্ন দে'র কন্ঠে হলে হল্লা মাচানর পক্ষে যথেষ্ট ছিল, কেউ যদি সুরকার এ লেখাটি সুর দিয়ে গাইতে পারেন আমি বাধিত হব। বিনা সম্পাদনায় প্রকাশ দিলাম , বানান কিছু ভুল থাকলে পরে ঠিক করে দেব।)


ধান কাটি ধান কাটি ধান কাটি
রাশি রাশি গোলা ভরা কাস্তের ফলা শান
সোনা রোদে ঝলমলে চকচকে আশমান
বায়ু বয় হিল্লোলে হেলে দুলে হেলে দুলে
ঝাড়ানেতে নিড়ানেতে থাকে থাকে উঠে ফুলে
সব ভুলে সব ভুলে দুলে দুলে দুলে দুলে
ধান কাটি। ধান কাটি ধান কাটি ধান কাটি।
নবান্নে উৎসবে আজি শান ধরা ভবে
নাঁচে গানে মেতে সবে গোঠে ভরা কলোরবে
আনন্দ সীমা নাই, আনন্দ সীমা নাই।
ফসলেতে গোলা ভরে থরে থরে থরে থরে
জীবনের জয়োগান। প্রশান্তি হৃদ মনে
মেহনতে ধরা দানে, আনন্দে ভরে প্রান।
বাজারেতে বিকোতেই বলদের গাড়ি তেই
জুড়ি গাড়ি সাথে সই, দুইজন,
লক্ষ্মীর ঝাপি ভরে; যাবে ভাবি আজকেই
সহসাই, ভয় নাই ভয় নাই ভয় নাই।
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
নাই দাম নাই দাম কেহ আজি দিলো নাতো
খরচের ভাও ওঠে, তাও আজি ওঠে নাই, হতাসাই।
শূন্যতা আঁখি মেলি অশ্রুতে হৃদ মেলি, মহাজন
সুদে আর আসলেতে শোধ দিতে কোথা পাই!
হবে নাতো ভরপাই।
কোথা যাই কোথা যাই কোথা যাই।
-----------------------------
দুরন্ত ছোবলেতে গরলেতে গরলেতে একাকার
পারি নাই পারি নাই, সহিতে সে গুরু ভার।
--------------------------------
পাড়ি দেই ওই পারে, যেথা কেহ পাবে নাকো
ঝুলে তাই রজ্জুতে চলি ভাই,
চলি ভাই চলি ভাই
চলি ভাই।