Sanjay Karmakar


  · 1t001pna9 hhtrss1cireg8  ·
"ধর্মহারা চার"


দৃষ্টি গেলে শূন্য হলে স্বজন দেবে সাথ
আগলে তারে রাখবে পরম বাড়িয়ে দেবে হাত।
কাঁদবে না কেউ দুঃখ ব্যথায় আঁধার আঁধি ঝড়ে
সমাজ সজাগ বইবে সে ঝড় ঝাঁপিয়ে সে তার প'রে।


ও মা তোমার কাঁদবে না আর পরম পিতা মোর
ঐ তো আকাশ রাতের তারা আর ঐ ঊষার ভোর
সেথায় সে মা দেখছি তারে বলছে ও মা শোনো
বলছে ও মা বলছে খোকন প্রেমের সে বীজ বোনো।


আজ ঐ প্রভাত ঊষার লগন সে পণ করি আজ
ধ্বংস গাথা লিখবো ও মা ধরবো বীরের সাজ।
ভাঙতে বিধায় কু-সব কানুন; ধর্ম সে তার ফাঁদ
প্রেমের আলোয় ভরিয়ে ভুবন সাধবো সে পণ সাধ।


বধ্য ভূমে বন আর রণে ভয় না পাবো মাগো
দাও মা কৃপাণ করতে সে রণ দাওনা ও মা ওগো।
স্বপ্ন আমার স্বপ্ন সোনার স্বপ্ন তোমার ও মা
সে তার প্রভায় জাগবে সমাজ সরিয়ে আঁধার তমা।