ধিক মানব্তা ধিক-ধিক মানবতা ধিক-
        সীমাহীন ক্রোধ প্রাণে-
              অপমানে-


বেদনার ঝড় ওঠে-চাবুকেতে চাবুকেতে-
          হৃদয়টা একাকার-


যে পবিত্র কুসুমকলি-কুসুমেতে চোখ মেলি-
            শৈশব বাল্যেতে-
          স্বপ্নেতে ঘেরা দেশে-
             স্বপ্নের অধিকার-


             বেদনায় বেদনায়-
   হাতে ধরা শ্রম ঠুলি-বেদনার রং তুলি-
         যেন বলে-যেন বলে-ধিক-
               মানবতা ধিক-


   শ্বশানের নীরবতা-যেন প্রান মাঝে ছাঁয়-
               লজ্জায় লজ্জায়-


  যেন চোখ দিতে নারি-তীখ্ন সে ফলা তুলি-
               যেন বলে ধিক-
                মানবতা ধিক-


   সোনা রং গায়ে মেখে-কাব্যেরই ছন্দেতে-
            জীবনটা পেতে দাও-
               শৈশব বাল্যেতে.