Sanjay Karmakar
Top contributor  · October 15 at 9:50 AM  ·


আশা আর নিরাশাতে জীব সবে অবনীতে
সুখ দুখ জড়া প্রাণ ধারা বহে ধমনীতে।
কেহ কাঁদে অবসাদে উল্লাসে কেহ কিবা
কবি কাঁদে কবিতায় সখ্য ও প্রেম প্রীতে।


বহমান হিংস্রতা নদী খাতে বহে ধারা
আজি প্রাণ বসুধার বিষাদিত সুখ হরা।
দিকে দিকে রণ তার শুনি তারি হুঙ্কার
রমণীয় বসুমাতা নাহি আজি মনোহরা।


দেশ জাতি জনে আজি রক্ষের অবতার  
প্রলয়ের দিন শুনি ধ্বংসের বারতার।