Sanjay Karmakar
Top Contributor
  · 1h ·


দ্যাখতো হরি হরে হরে করসে কেনেই কবির মন
ধন না মান কোন দিশাতে করবে ভাবে আরাধন!!
ক তো ওরে ঘুমের ঘোরে
ও সব ছেড়ে সিংহ দোরে,
ছল চাতুরি ধর রে ব্রত তাইলে হবে ধনের বোধন। নাইরে রোদন!!


ধামড়া ছেলে কাজটি ফেলে লিখলে হবে খালি!!
তোর দুঃখে মনটি কাঁদে বক্ষে আমার পালি।
কাব্যে কি আর পয়সা মেলে
ছক চাতুরি আমার কলে,
সুজোগ পেলেই সদ্ব্যবহার সাজাই মোরা ডালি।। বুঝলি।।


এই খেয়েছে দ্যাখ তো হরি গাইছে ক্যামন আজ
এমন জীবন পাইলে মোদের পড়বে মাথায় বাজ।
ছল চাতুরি মোদের ব্রত
চাইসে যা সব-সব ওই গত,
উলট পানে চলতে রবো-করতে হেথায় রাজ, আমরা মহারাজ।