সমতার রাজে আজি বিষমতা বিষ তারি
বিষময় কলুষতা ক্রন্দনে দিক ভারি।
কূটচাল কূট নীতি খুন করে মানবতা
ক্ষত তার কুরভীতে অশ্রুর বান হেথা।


বসুধরা মাতা কাঁদে জহরেতে হলাহলে
রণে মাতি জাতি সবে সুখ নাই ধরাতলে।
রাজ কূল কূল হারা ক্রুর আজি হিংস্র
জাত মান রঙে তারা-কংসের বংশ।


কত শত প্রাণীকূল নাই টাকা কড়ি তার
ক্ররতাই সম্বল ধরা তলে বাঁচিবার।
মানুষ তো মান হুঁশে বেঁধে দিল গন্ডি
সামাজিক সমতায় দিচ্ছি গো দন্ডি!!


বিধাতা ও কেঁদে ফেরে নাই প্রীতি আজি তার
দিকে দিকে প্রলয়েতে-তাই ধ্বংসের রূপকার।